রাজধানীর উত্তরায় এক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন—মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)।
গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ওই দম্পতিকে রামদা দিয়ে আঘাত করছে দুই যুবক। এ সময় তাদের কাছে হাতজোড় করে ক্ষমা চাচ্ছেন ওই নারী। ঘটনার একপর্যায়ে স্থানীয় জনতা হামলাকারী দুই যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) ওবাইদুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীরা মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে আটক হওয়া দুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।