সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে পেট্রোল পাম্প মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ৪ ফেব্রুয়ারি নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো প্রকার পূর্ব ঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি প্রদান না করে আকস্মিক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।
এতে পেট্রোল পাম্প মালিকগণ ক্ষুব্ধ হয়ে পেট্রোল সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে।
এদিকে ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন ধরনের পরিবহন চালকেরা। পেট্রোল পাম্পগুলোতে তেল না পেয়ে ঘুরে যাচ্ছেন তারা। সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ী ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রয়েছে।