সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬
সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি দলে মুস্তাফিজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট উইজডেনের ২০২৫ সালের বর্ষসেরা টিটোয়েন্টি একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। গেল বছর জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টিটুয়েন্টি লিগের পারফরমেন্স বিবেচনায় সেরা একাদশ বেছে নিয়েছে উইজডেন।

সোমবার (১৯ জানুয়ারি) নিজেদের ওয়েবসাইটে বর্ষসেরা একাদশ প্রকাশ করেছে উইজডেন।

বর্ষসেরা একাদশে পেস আক্রমণে মুস্তাফিজের সঙ্গে আছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি, পেস বোলিং অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজে জেসন হোল্ডার ও ইংল্যান্ডের স্যাম কারান।

গত বছর স্বীকৃত টিটোয়েন্টিতে ৪৩ ইনিংসে ৫৯ উইকেট শিকার করেন মুস্তাফিজ। ওভার প্রতি রান দিয়েছেন ৬.৭৮। সেরা বোলিং ছিল ১১ রানে ৩ উইকেট।

উইজডেন জানিয়েছে, অন্তত ১৫০ ওভার বল করা বোলারদের মধ্যে মুস্তাফিজের বোলিং গড় ১৮.০৩। গড় বিবেচনায় বিশ্বের কোন বোলারই ফিজের আশেপাশে নেই।

ব্যাটিং তালিকা অনুসারে ওপেনিংয়ে আছেন ভারতের অভিষেক শর্মা ও ইংল্যান্ডের ফিল সল্ট। ৩টি সেঞ্চুরিতে ১৬০২ রান ও ১০ উইকেট শিকার করেছেন অভিষেক। সল্টের ব্যাট থেকে ১টি শতকে এসেছে ১৫৭৫ রান।

তিন নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস। ১ শতকে ১২০০ রান করেছেন তিনি।

চার নম্বরে রাখা হয়েছে কারানকে। ১৫২১ রান ও ৫১ উইকেট নিয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার।

মিডল অর্ডারে থাকছেন দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরা ও অস্ট্রেলিয়ার টিম ডেভিড। ৮০৯ রানের সাথে ১৩ উইকেট নিয়েছে স্পিনার ফেরেইরা। ১ সেঞ্চুরিতে ডেভিড রান করেছেন ১২৩১।

৩৯৫ রান ও ৩৬ উইকেট নিয়ে দলের প্রধান স্পিনার ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন। তার সাথে আছেন ভারতের বরুণ চক্রবর্তী। ৫৫ উইকেট শিকার করেছেন বরুণ।

হোল্ডার ৮৪৬ রান ও ৯৭ উইকেট এবং ডাফি ৫৮ উইকেট শিকার করেছেন।

উইজডেনের বর্ষসেরা টিটোয়েন্টি একাদশ:

অভিষেক শর্মা, ফিল সল্ট, ডেওয়াল্ড ব্রেভিস, স্যাম কারান, ডোনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারাইন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মুস্তাফিজুর রহমান ও বরুণ চক্রবর্তী।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More