আগামী এপ্রিলে জিম্বাবুয়ে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে আসবে বাংলাদেশে। যার জন্য আজ (শনিবার) সূচি ঘোষণা করা হয়েছে।
২০২৪ সালেই বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের পাশাপাশি দুটি টেস্ট খেলার কথা ছিল। তবে টি–টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে সেই সিরিজ পাঁচ ম্যাচে পরিণত করেছিল বাংলাদেশ। বাকি থাকা দুই টেস্ট খেলতেই এবার সফরে আসছে জিম্বাবুয়ে। শেষবার ২০২০ এর ফেব্রুয়ারিতে বাংলাদেশে টেস্ট খেলেছিল জিম্বাবুয়ে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ (শনিবার) সিরিজের সূচি ঘোষণা করেছে। ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে চট্টগ্রামে, ২৮ এপ্রিল থেকে।
আল