কোরবানি পশুর বর্জ্য অপসারণে কাজ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। সন্ধ্যা ৭টার মধ্যে নগরীকে পরিষ্কার করতে মূল সড়ক ও অলিগলি থেকে বর্জ্য সরিয়ে নিচ্ছেন করপোরেশনের ৪ হাজার ৭’শ পরিচ্ছন্নতাকর্মীরা।
দ্রুত সময়ের মধ্যে কোরবানি পশুর বর্জ্য অপসারণের জন্য ৪১টি ওয়ার্ডকে চারটি অঞ্চলে ভাগ করে কাজ তদারকি করছেন চারজন কাউন্সিলর। দুপুরে নগরীর বর্জ্যব্যবস্থাপনা পরিদর্শনে এসে সিটি মেযর জানান, কোরবানি পশুর বর্জ্য অপসারণে ৩’শ ৪৫টি ট্রাকসহ অন্যান্য যানবাহন দিয়ে মূল সড়ক ও অলিগলি থেকে ময়লা-আবর্জনা সরিয়ে নেওয়া হচ্ছে।
এবার প্রায় ৯ হাজার টন বর্জ্য হতে পারে বলে ধারনা করছে চসিক। সন্ধ্যা সাতটার মধ্যেই নগরীকে পরিষ্কার করার কথাও বলছে সিটি কর্পোরেশন। এছাড়া দেরিতে বা পরে যারা পশু কোরবানি করবে সেগুলো নির্দিষ্ট স্থানে এনে রাখার আহ্বানও জানান সিটি মেয়র।
রুনা আনসারী / আল/ দীপ্ত সংবাদ