গাজীপুরের ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ঈদে ঘরমুখী মানুষেরা যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় বাড়ি যেতে ভিড় করছেন যাত্রীরা।
এই মহাসড়কে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত যানবাহনের চাপ রয়েছে। সঙ্গে বেড়েছে ঘরমুখী মানুষের সংখ্যা। এতে চেরাগ আলী, গাজীপুরা, বোর্ড বাজার, ভোগড়া বাইপাস এলাকায় গাড়ির লম্বা সারি দেখা গেছে।
এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় দিয়ে অনেকটা স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করছে। যানবাহনের চাপ রয়েছে। দুপুরের পর থেকে যাত্রী যানবাহনের চাপ বাড়বে বলে ধারণা করছেন, যাত্রী ও পথচারীসহ সংশ্লিষ্ট সকলের।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন বলেন, ঈদ যাত্রা স্বস্তিদায়ক ও যানজট নিরসনে মহাসড়কে প্রায় এক হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করছে।
আফ/দীপ্ত সংবাদ