বিজ্ঞাপন
বৃহস্পতিবার, মে ২২, ২০২৫
বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

ঈদে অপোর আকর্ষণীয় অফার, বাজারে মিলছে নতুন এ৫এক্স

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

এবারের ঈদ আয়োজনে অপোভক্তদের বাড়তি প্রাপ্তি হিসেবে থাকছেএকটি ‘মেগা ঈদ লটারি’, যেখানে গ্রাহকরা জিতে নিতে পারেন পছন্দের গন্তব্যে তাদের স্বপ্নের ইন্টারন্যাশনাল ‘ড্রিম ট্রিপ’, অথবা অফিসিয়াল স্ট্রিমিং পার্টনার বঙ্গো’তে ১ মাসের ফ্রি সাবসক্রিপশন। এসব রোমাঞ্চকর থ্রিলিং রিওয়্যার্ডস ছাড়াও, কিছু নির্দিষ্ট স্মার্টফোন কিনে ক্রেতারা পাবেন নিশ্চিত উপহারযেমন, ‘অপো এ৫ প্রো’ এর প্রতিটি স্মার্টফোনের সঙ্গে পাওয়া যাবে ১টি প্রিমিয়াম আমব্রেলা, ‘অপো রেনো১৩ এফ’ এর সঙ্গে স্টাইলিশ ট্রাভেল ব্যাগ, এবং নতুন উন্মোচিত হওয়া ‘অপো এ৫এক্স’ এর সঙ্গে বিশেষ অ্যাক্সেসরিজ গিফট বক্স। এই বিশেষ ঈদ অফারগুলোর লক্ষ্য অপোফ্যানদের ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করা, যাতে তারা প্রিয়জনদের সাথে তৃপ্তি নিয়ে উৎসবটি উদযাপন করতে পারেন।

শীর্ষ বৈশ্বিক প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘অপো’ আসন্ন ঈদুল আজহা’র আনন্দ বহুগুণ বাড়িয়ে দিতে বাংলাদেশের গ্রাহকদের জন্য বিশেষ সব অফারের ঘোষণা দিয়েছে। এবং এই উৎসব উদযাপনের অংশ হিসেবে ব্র্যান্ডটি নতুন স্মার্টফোন অপো ‘এ৫এক্স’ (৪জিবি+৬৪জিবি) আকর্ষণীয় বাজার মূল্যে সারাদেশে প্রাপ্তির কথাও জানিয়েছে।

এবারের ঈদ আয়োজনে অপোভক্তদের বাড়তি প্রাপ্তি হিসেবে থাকছেএকটি ‘মেগা ঈদ লটারি’, যেখানে গ্রাহকরা জিতে নিতে পারেন পছন্দের গন্তব্যে তাদের স্বপ্নের ইন্টারন্যাশনাল ‘ড্রিম ট্রিপ’, অথবা অফিসিয়াল স্ট্রিমিং পার্টনার বঙ্গো’তে ১ মাসের ফ্রি সাবসক্রিপশন। এসব রোমাঞ্চকর থ্রিলিং রিওয়্যার্ডস ছাড়াও, কিছু নির্দিষ্ট স্মার্টফোন কিনে ক্রেতারা পাবেন নিশ্চিত উপহারযেমন, ‘অপো এ৫ প্রো’ এর প্রতিটি স্মার্টফোনের সঙ্গে পাওয়া যাবে ১টি প্রিমিয়াম আমব্রেলা, ‘অপো রেনো১৩ এফ’ এর সঙ্গে স্টাইলিশ ট্রাভেল ব্যাগ, এবং নতুন উন্মোচিত হওয়া ‘অপো এ৫এক্স’ এর সঙ্গে বিশেষ অ্যাক্সেসরিজ গিফট বক্স। এই বিশেষ ঈদ অফারগুলোর লক্ষ্য অপোফ্যানদের ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করা, যাতে তারা প্রিয়জনদের সাথে তৃপ্তি নিয়ে উৎসবটি উদযাপন করতে পারেন।

এই ক্যাম্পেইনটি ভোক্তাদের প্রতিটি মুহূর্ত রাঙিয়ে তুলতে ও স্মরণীয় করে রাখতে অপোর প্রতিশ্রুতিই পুর্নব্যক্ত করে। তাই নিজের ব্যবহারের জন্য অথবা কাছের কাউকে উপহার হিসেবে দেবার জন্য অপো ঈদ উপহার হিসেবে নিয়ে এসেছে ‘প্রয়োজন’,ও ‘উদ্ভাবন’ এর মিশেলে দারুণ এক অভিজ্ঞতা।

অপো এ৫এক্স (৪জিবি+৬৪জিবি)’ সাশ্রয়ী মূল্যে মাত্র ১৩,৯৯০ টাকায় আউটলেটগুলোতে পাওয়া যাচ্ছে ২১মে থেকে। কাঙ্খিত এই স্মার্টফোন দেবে হাইপারফরম্যান্স, অনমনীয় টেকসইতা। স্মার্টফোনটিতে আরো আছে আইপি৬৫রেটেড পানি ও ধুলোবালি থেকে সুরক্ষা, মিলিটারি গ্রেডের ড্রপ প্রটেকশন, স্টাইলিশস্লিম ডিজাইন যা হতে পারে কর্মব্যস্ত মানুষের দারুণ সঙ্গী।

ফ্ল্যাগশিপলেভেল কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতার এই মোবাইলে আরো আছেএআই ইরেজার ২., এআই আনব্লার, এআই স্টুডিও ২.০ এবং এআই ক্লিয়ারিটি এনহেন্সারযার মাধ্যমে ব্যবহারকারীরা প্রেফেশনালগ্রেড এ ছবি এডিট করতে পারবেন। ডিভাইসটিতে আরো আছে ৩২ মেগাপিক্সেল এর রিয়ার ক্যামেরা, .৬৭ ইঞ্চির ৯০ হার্টজ ডিসপ্লে এবং ৩০০% আল্ট্রা ভলিউম মোড। এসব ফিচার আউটডোর এর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম যা, ‘এ৫এক্স’কে অলরাউন্ড পারফরমার করে তুলেছে।

এ প্রসঙ্গে অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এর ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়ং বলেন, এবারের ঈদুল আজহায় বাংলাদেশের গ্রাহক ও ভোক্তাদের অপো প্রযুক্তির চেয়ে বেশি কিছু অফার দিতে চায়; যা তাদের উৎসব উদযাপনে ও স্মৃতিগুলো স্মরণীয় করে রাখতে সাহায্য করবে। ঈদে আমাদের আকর্ষণীয় অফার ও সারাদেশে অপোর ‘এ৫এক্স’ এর প্রাপ্তিকে উপলক্ষ করে আমরা গ্রাহকদের আনন্দের ভাগিদার হতে চাই। তাই মেগা প্রাইজ, বিশেষ গিফট কিংবা টেকসই স্মার্টফোন, তা যাই হোক না কেন; অপো সবার ঈদ আনন্দ বহুগণ বাড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

অপো এ৫এক্স(৪জিবি+৬৪জিবি)’ পাওয়া যাবে অপোর সব আউটলেটে এবং স্বীকৃত খুচরা বিক্রেতাদের কাছে। বিস্তারিত তথ্য জানতে অপো বাংলাদেশের ফেসবুক পেজ https://www.facebook.com/OPPOBangladesh এবং অপো বাংলাদেশের ওয়েবসাইট www.oppo.com/bd ভিজিট করুন।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More