ঈদ যতই ঘনিয়ে আসছে রাজশাহীর রেশম কারখানাগুলোতে কারিগরদের ব্যস্ততা ততই বাড়ছে। দিনরাত তৈরি হচ্ছে রেশমের কাপড়। অভিজাত শ্রেণীর মানুষের যেন ঐতিহ্যবাহী রেশমের কাপড় না হলে ঈদই মানায় না। তাই ব্যস্ততা বাড়ছে রাজশাহীর রেশম পল্লীর কারিগরদের।
আর মাত্র একমাস পরেই পবিত্র ঈদুল ফিতর। তাই এবার ঈদকে সামনে রেখে ক্রেতাদের পছন্দমতো বাহারি ডিজাইনের কাপড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে রাজশাহীর রেশম পল্লীর কারিগররা।
শোরুম গুলোতে শোভা পাচ্ছে নিত্য নতুন ডিজাইন, মন কাড়া রংয়ের বৈচিত্রময় পোশাক। মেয়েদের সফ্ট সিল্ক, ধুপিয়ান সিল্ক, এনডি সিল্ক, মসলিন সিল্ক, র’ সিল্ক, কাতান সিল্ক রয়েছে। এবার ঈদ স্পেশালের তালিকায় রয়েছে সিল্কের উপর হাতের কাজ করা শাড়ী ও থ্রিপিস। আর ছেলেদের রেশমের তৈরি নানা ডিজাইনের পাঞ্জাবী ও ফতুয়া রয়েছে।
শ্রমিক ও কারিগরা জানান, রমজান মাসে ব্যস্ততায় যেন দম ফেলার ফুরসত নেই তাদের। ঈদের জন্য রেশম কারখানার শ্রমিকদের কাজের চাপ অনেক বেড়ে গেছে। শ্রমিকদের ছুটি বন্ধ করে অতিরিক্ত কাজ করে অতিরিক্ত মজুরি পাচ্ছে শ্রমিকরা।
এ প্রসঙ্গে সপুরা সিল্ক মিলসের ম্যানেজার মো. সাইদুর রহমান বলেন, ‘দিন বদলের সঙ্গে সঙ্গে ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রতি বছরের মতো এবারও এসেছে নতুন নতুন বাহারি শাড়ি, থ্রীপিস, পাঞ্জাবী আর কিছু মসলিনের উপর ডিজাইনপূর্ণ হাতের কাজ করা।’
ক্রেতাদের বিপুল চাহিদায় কারখানাগুলোতে দিনরাত চলছে উৎপাদন। যেন দম ফেলার ফুরসত নেই কারিগরদের। ঈদ যত ঘনিয়ে আসবে কারিগরদের ব্যস্ততার সাথে বাড়বে বেচা কেনাও।
এমি/দীপ্ত