ত্যাগ আর উৎসর্গের আদর্শে রাজধানীসহ সারাদেশে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এমন উৎসবের দিনে বাংলাদেশি সমর্থকদের ঈদের খুশি দ্বিগুণ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
সোমবার (১৭ জুন) সেন্ট ভিনসেন্টের অ্যারোনেস ভ্যালে স্টেডিয়ামে নেপালকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে টাইগাররা।
অ্যারোনেস ভ্যালে স্টেডিয়ামে ভোরে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান নেপালের অধিনায়ক রোহিত পৌড়েল। টস হেরে ব্যাট করতে নেপালের বোলারদের তোপের মুখে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই আউট ওপেনার তানজিদ তামিম। দলের ৭ রানে সাজঘরে নাজমুল শান্ত। এভাবে ২১ থেকে ৩০ রানে যেতে তৃতীয় ও চতুর্থ এবং পঞ্চাশ ছাড়াতেই পাঁচ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
শেষ পর্যন্ত ১৯ ওভার ৩ বলে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ২২ বলে ১৭ রান করেন সাকিব।
জবাব দিতে নামা নেপালের দশা আরও খারাপ বানিয়ে ছাড়েন তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান। ১০৭ রানের ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে নেপাল।
এই ৫ উইকেটের মধ্যে একাই চার উইকেট নিয়ে নেপালের ব্যাটিং লাইন ধসিয়ে দেন তানজিম সাকিব। মাত্র ৭ রান দিয়ে ডানহাতি তানজিম তুলে নেন ৪ উইকেট। টি–২০ বিশ্বকাপে দেশের হয়ে সবচেয়ে কম রান দিয়ে ৪ উইকেট নেওয়ার কীর্তি গড়েন।
এরপর কুশল মাল্লা ও দীপেন্দ্র সিং লড়াই চালান। কুশল ৪০ বলে ২৭ ও দীপেন্দ্র ৩১ বলে ২৫ রান করেন। তবে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯ ওভার ২ বলে ৮৫ রানে অলআউট হয় নেপাল।
উল্লেখ্য, সুপার এইটে ১ নম্বর গ্রুপে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান, ভারত ও অস্ট্রেলিয়া।
এসএ/দীপ্ত সংবাদ