দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আজ পঞ্চম দিনের আপিল শুনানি চলছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ শুনানি শুরু হয়।
শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, চার নির্বাচন কমিশনার ও কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত আছেন।
মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৬০টি আপিল আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ২৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। ৩০ জনের আপিল নামঞ্জুর হয়েছে।
এছাড়া একটি আপিল স্থগিত রাকা হয়েছে। অপর আবেদনকারী শুনানির সময় হাজির হননি।
শুনানির সময় কুমিল্লা ১ আসনের স্বতন্ত্র প্রার্থী নাঈম হাসান ও নৌকার প্রার্থী আব্দুস সবুরের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করলেও পরে ছেড়ে দেয়।
এসএ/দীপ্ত নিউজ