ফিলিস্থিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর এই প্রথম ইসরায়েলে অস্ত্র সরবরাহ স্থগিত করেছে জো বাইডেন প্রশাসন।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস রবিবার ইসরায়েলের দুই জন কর্মকর্তার বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করে।
ইসরায়েল ভিত্তিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট নিজেদের এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়াশিংটনের আকস্মিক এ পদক্ষেপে উদ্বেগ বোধ করছেন ইসরায়েরের কর্মকর্তারা। ঠিক কী কারণে অস্ত্র সরবরাহ স্থগিত করা হলো তাও জানতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগও করছেন। কারণ এই চালানটিতে জরুরি কিছু অস্ত্র আসার কথা ছিল।
মার্কিন রাজনীতি বিশ্লেষকদের মতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার ‘হুঁশ’ ফেরাতে এই পদক্ষেপ নিয়েছে বাইডেন প্রশাসন।
উল্লেখ্য, গত মাসে বাইডেন একটি বৈদেশিক সহায়তা বিলে সই করেন। এতে ইসরাইল–হামাস সংঘাতকে কেন্দ্র করে ২৬ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ১৫ বিলিয়ন ডলার ইসরাইলের জন্য সামরিক সহায়তা। আর ৯ বিলিয়ন ডলার গাজার জন্য মানবিক সহায়তা।
এসএ/দীপ্ত সংবাদ