মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

‘ইসরাইলি দখলদারিত্ব: মুক্তির লড়াই এবং আজকের বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আল কুদস কমিটি বাংলাদেশ এর উদ্যোগে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ভবনে শহীদ ডা. শামসুল আলম খান মিলন সভাকক্ষে ‘ইসরাইলি দখলদারিত্ব: মুক্তির লড়াই এবং আজকের বাস্তবতা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৮ মে) বিকাল ৪টায় আল কুদস কমিটি বাংলাদেশ এর উদ্যোগে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ভবন সভাকক্ষে ‘ এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

আল কুদস কমিটির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাউছার মুস্তাাফা আবুলউলায়ীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অধ্যাপক, গবেষক, রাজনীতিবিদ, সমাজকর্মী, সাংবাদিক, সাহিত্যিকসহ চিন্তাশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তাগণ বলেন, ১৯৪৮ সালে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে মধ্যপ্রাচ্যে অবৈধ রাষ্ট্র ইসরাইল সৃষ্টি করা হয়। বিশ্বমানবতার জন্য এটি একটি বিষফোঁড়া। প্রতিষ্ঠার পর থেকেই তারা ফিলিস্তিনের জনগণের প্রতি নির্দয় আচরণ করে যাচ্ছে। বর্তমান সময়ে এসে তা চরম সীমায় উপনীত হয়েছে। গত বছর অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধে তারা চৌত্রিশ হাজারের অধিক নারীপুরুষশিশুকে হত্যা করেছে এবং আরো হাজার হাজার মানুষকে আহত করেছে। বসতভিটা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে তাদেরকে উদ্বাস্তুতে পরিণত করেছে। এমনকি তাদের কাছে ত্রাণসামগ্রী পেঁ ৗছানোতেও বাধা সৃষ্টি করছে।

এ অবস্থায় বিশ্বের মানবতাকামী মানুষরা জেগে উঠেছে। বিশ্বের বিভিন্ন দেশের সর্বস্তরের জনগণ ফিলিস্তিনের প্রতি সংহতি জ্ঞাপন ও ইসরাইলের মানবতাবিরোধী অপরাধের জন্য প্রতিবাদ করে যাচ্ছে। এর বিপরীতে মুসলিম বিশ্বের অধিকাংশ দেশ, বিশেষ করে আবর দেশগুলো নীরবতা অবলম্বন করে যাচ্ছে যা খুবই দুঃখজনক। কেবল ইয়েমেন, লেবানন, ইরাক, ইরান এক্ষেত্রে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সব ধরনের সহযোগিতা ও সমর্থন দিয়ে যাচ্ছে। আর এ কারণে মুসলিম বিশ্বের অন্যান্য দেশের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাসমূহ ফিলিস্তিনের ব্যাপারে ভ‚মিকা রাখার চেষ্টা করছে।

বক্তাবা আশাবাদ ব্যক্ত করেন যে, যদি মুসলিম বিশ্ব সব ধরনের বিভেদ ভুলে একতাবদ্ধভাবে তার যথাযথ ভূ মিকা পালন করতে পারে তাহলে ফিলিস্তিনের মুক্তি আন্দোলন আরো বেগবান হবে এবং অচিরেই ফিলিস্তিন স্বাধীনতা অর্জন করতে সক্ষম হবে।

আলোচনায় অংশগ্রহণ করেন রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের এডিটর জনাব সিরাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহসানুল হাদী, ইসলামি ঐক্য আন্দোলনের নায়েবে আমীর মাওলানা রুহুল আমীন, খেলাফত মজলিসের নায়েবে আমীর আহমাদ আলী কাসেমী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ঢাকা ব্রিলিয়ান্ট স্কুলের প্রিন্সিপাল মোহাম্মদ আশরাফ উদ্দিন খান, . মাওলানা এ কে এম মাহবুবুর রহমান, শায়েখ উসমান গনি প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আল কুদস কমিটি বাংলাদেশের সহ সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান।

/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More