ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৬ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন ‘ধানের শীষ‘ প্রতীক পেয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তার পক্ষে চাচাতো ভাই মাশরুর হোসেন ধানের শীষ প্রতীকের চিঠি সংগ্রহ করেছেন।
প্রতীক সংগ্রহের পর মাশরুর হোসেন বলেন, আমি মাশরুর হোসেন।ঢাকা–৬ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের চাচাতো ভাই হিসেবে ‘ধানের শীষ‘ প্রতীক নিয়ে যাচ্ছি এবং তার পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়ে যাচ্ছি।
তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা বিজয়ী হয়ে ইশরাফ হোসেন’কে ঢাকা–৬ আসন উপহার দেব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমাদের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা–৬ আসনে অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। মাঠ পর্যায়ে আপনারা যদি খবর নিয়ে দেখেন, নিরপেক্ষভাবে তার কোনো বিকল্প আমি দেখি না। তিনি সমাজের কল্যাণের কাজ করে গিয়েছেন। মানুষের মন জয় করে নিয়েছেন।
এসএ