মাত্র কয়েকদিন আগে ইরানকে বিশ্বকাপ থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিলেন দেশটির ক্রীড়া ব্যক্তিত্ব ও সংবাদকর্মীরা। লিখিত সে অভিযোগ ফিফার হাতে পৌঁছাতে না পৌঁছাতেই আবারও দাবি উঠেছে ইরানকে বিশ্বকাপ থেকে বাতিলের। এবারের দাবিটি এসেছে ইউক্রেনের ক্লাব শাখতার দানেস্কের পক্ষ থেকে।
শাখতারের প্রধান নির্বাহী সার্জেই পালকিন ইরানকে নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন। পালকিন বলেন, ‘ইউক্রেনের ওপর সন্ত্রাসী হামলা করায় বিশ্বকাপ থেকে ইরানকে নিষিদ্ধ করতে ফিফা ও আন্তর্জাতিক ফুটবল সম্প্রদায়ের প্রতি শাখতার ক্লাব দাবি জানাচ্ছে।’
শুধু এখানেই থামেননি পালকিন। ইরানকে নিষিদ্ধ করার পর শূন্যস্থান পূরণের সমাধানও বাতলে দিয়েছেন তিনি। শাখতারের শীর্ষ কর্মকর্তার যুক্তি, দেশের অস্বাভাবিক অবস্থার মধ্যেও বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রমাণ করেছে ইউক্রেন। তাই প্লে অফে বাদ পড়া ইউক্রেনকে ইরানের বদলে খেলানোর জন্য ফিফাকে অনুরোধ করেছেন তিনি।