ইরানের কাছ থেকে জব্দ করা হাজার হাজার অস্ত্র ও গোলাবারুদ ইউক্রেনকে দিচ্ছে যুক্তরাষ্ট্র।
বুধবার (৪ অক্টোবর) মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, এসব গোলাবারুদ পাঠানো হয়েছে গত সোমবার।
যুদ্ধের জন্য এখন প্রয়োজনীয় অস্ত্রের সংকটে আছে ইউক্রেন। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে অস্ত্র সংকট কাটাতে এসব অস্ত্র পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ১০ লাখ গোলাবারুদ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কাছ থেকে জব্দ করা হয়েছে।
ইরানের কাছ থেকে জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে ৯ হাজারের বেশি রাইফেল, ২৮৪টি মেশিনগান, ১৯৪টি রকেট লঞ্চার, ৭০টির বেশি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ৭ লাখ গোলাবারুদ।
এসএ/দীপ্ত নিউজ