ইরাকের পূর্বাঞ্চলীয় কুট শহরের একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) গভর্নরের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ এবং আন্তর্জাতিক গণমাধ্যম আল আরাবিয়া ও আল জাজিরা।
গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (১৬ জুলাই) গভীর রাতে কুট শহরের একটি পাঁচতলা হাইপারমার্কেটে আগুন লাগে। রাতভর আগুনে ভবনের একটি বড় অংশ পুড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দাউদাউ করে জ্বলছে ভবনটি, আকাশে ছড়িয়ে পড়ছে ঘন কালো ধোঁয়া। আগুন নিয়ন্ত্রণে কাজ করে দমকলবাহিনীর একাধিক ইউনিট।
কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
কুট প্রদেশের গভর্নর জানিয়েছেন, প্রাথমিক তদন্তের ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে। ইতোমধ্যে শপিংমলটির মালিক ও পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ইরাকে এর আগেও এ ধরনের মর্মান্তিক অগ্নিকাণ্ড ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রে নিম্নমানের নির্মাণ, অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকা ও জরুরি নির্গমন পথের অভাবকে দায়ী করা হয়েছে।