ইংলিশ প্রিমিয়ার লিগে মার্সিসাইড ডার্বিতে হেরেছে লিভারপুল। ঘরের মাঠে ১৪ বছর পর অলরেডদের বিপক্ষে মাঠে তাদের জয় জোড়া গোল ব্যবধানে। এদিকে, ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলে দুর্দান্ত জয় পেলো ম্যানচেস্টার ইউনাইটেড।
বুধবার (২৪ এপ্রিল) রাতে ঘরের মাঠ গুডিসন পার্ক স্টেডিয়ামে লিভারপুলকে আতিথ্য দেয় এভারটন। আক্রমণ–পাল্টা আক্রমণে এভারটনই বাজিমাত করে। ম্যাচের ২৯তম মিনিটেই জেরার্ড ব্রান্থওয়েটের গোলে লিড নেয় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের অল্প সময়ের মধ্যে দ্বিতীয় গোলের দেখা পায় স্বাগতিকেরা। ম্যাচের ৫৮তম মিনিটে দারুণ হেডে ব্যবধান দ্বিগুণ করেন ডমিনিক কালভার্ট লেউইন।
দিনের আরেক ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে, ম্যানচেস্টার ইউনাইটেডের জালে ম্যাচের ৩৫ মিনিটে গোল করে শেফিল্ড ইউনাইটেড। সাত মিনিট পরেই সমতায় ফেরে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে পঞ্চম মিনিটে ফের এগিয়ে যায় শেফিল্ড। পিছিয়ে পড়ার পর প্রতিপক্ষের উপর আক্রমণের ঝড় বইয়ে দেয় রেড ডেভিলরা। ম্যাচের ৬১ ও ৮১ মিনিটে দুই গোল করে দলকে এগিয়ে নেন ব্রুনো ফার্নান্দেজ। আর ৮৫ মিনিটে শেফিল্ডের জালে চতুর্থ গোলটি করেন রাসমুস।
আল/ দীপ্ত সংবাদ