অভিন্ন লক্ষ্য দুই দলেরই, জয়। ইপিএলের শিরোপা দৌঁড়ে টিকে থাকার চ্যালেঞ্জ, প্রতিশোধ ও ডাগ আউটের স্নায়ুচাপের মতো সমীকরণ মাথায় রেখেই সন্ধ্যা সাড়ে ৬টায়, ওল্ড ট্রাফার্ডে ম্যানচেস্টার ডার্বিতে মুখোমুখি হবে সিটি ও ইউনাইটেড।
জয় ছাড়াও একটি ম্যাচে থাকে অনেক কিছু। হাইভোল্টেজ ম্যাচের আগে অবশ্য কিছুটা হলেও স্বস্থিতে ইতিহাদের ক্লাব। সবশেষ টানা ১৩ ম্যাচ হারেনি পেপ গার্দিওলার শিষ্যরা।
সিটিজেনদের পক্ষে আরো অনেক কিছুই। চিরপ্রতিদ্বন্দ্বী দু‘দলের সবশেষ মুখোমুখিতে ৩–০ ব্যবধানে জিতেছিলো তারা। ইতিহাদ স্টেডিয়ামের ম্যাচে অতিথিদের একপ্রকার চাপে রাখে স্বাগতিকরা।
ম্যানসিটি যেখানে নির্ভার সেখানে ভাঙা–গড়ার গ্যাড়াকলে ম্যানচেস্টার ইউনাইটেড। সম্প্রতি দলটি তাদের কোচ রুবেন আমোরিমকে ছাঁটাই করে মাইকেল ক্যারিককে নিয়োগ দেয়। সিটির বিপক্ষে কঠিন লড়াইয়ে রেড ডেভিলদের হয়ে ডাগআউটে দাঁড়াবেন ৪৪ বছর বয়সী এই ইংলিশ কোচ।
কোচ সমস্যা ছাড়াও ম্যান ইউনাইটেডে পাড়ি দিচ্ছে কঠিন এক পথ। সবশেষ এফএ কাপে ব্রাইটনের বিপক্ষে ২–১ গোলে হারে দলটি। আর প্রিমিয়ার লিগের সবশেষ বার্নলির বিপক্ষে ২–২ ব্যবধানে ড্র করেছে তারা।
যদিও এসময় একাধিক প্লেয়ারের চোট এবং আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ততা। আফ্রিকা কাপ অব নেশন্স শেষ দলের সঙ্গে যোগ দিয়েছেন আমাদ দিয়ালো ও ব্রায়ান এমবেউমো। নুসাইর মাজরাউই এখনও জাতীয় দলের সঙ্গেই আছেন। মাঠে ফিরেছেন হ্যারি ম্যাগুইয়ার। তবে ম্যাথাইস ডে লিগট এখনো চোটের কারণে বাইরে। এফএ কাপে দুইটি হলুদ কার্ডের কারণে লেসি নিষেধাজ্ঞায় পড়েছেন।
সিটিজেন শিবিরে অ্যান্টোনি সিমিওনে থাকছেন। সমস্যা নেই লিগের সর্বোচ্চ গোলস্কোরার আর্লিং হ্যালান্ডেরও। রুবেন দিয়াস, ইওস্কো গাভারদিওল দুজনেই থাকছেন না। ওমর মারমাউশ এখনও দলের সঙ্গে যোগ দেননি। অস্কার বব ও সাভিনহো বেশ কয়েকদিন ধরে অনিয়মিত।
মোহাম্মদ হাসিব