মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫
মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫

ইন্দোনেশিয়ায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ার এক মহাসড়কে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। একজন উদ্ধারকর্মী জানায়, বাসটি সোমবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বেষ্টনীর সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।

জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার প্রধান বুদিওনো এক বিবৃতিতে জানান, রাজধানী জাকার্তা থেকে যোগিয়াকার্তা যাওয়ার পথে বাসটি বেশ দ্রুত গতিতে চলছিল। মহাসড়কের একটি ইন্টারচেঞ্জে মোড় নেওয়ার সময় এটি সড়ক বেষ্টনীর সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়।

উদ্ধারকারী দলের প্রধান বুদিওনো বলেন, ‘আমরা এ পর্যন্ত ৩৪ জনকে উদ্ধার করেছি।’

তিনি আরও জানান, ১৫ জন দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সেমারাং শহরে পাঠানো হয়েছে। উদ্ধারকারী সংস্থার শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, উল্টে পড়ে থাকা বাসের পাশ থেকে মরদেহ উদ্ধার করে ব্যাগে ভরছেন উদ্ধারকর্মীরা।

বিশাল দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় সড়ক দুর্ঘটনা অনেকটা নিয়মিত ঘটনা। দেশটিতে যানবাহনের ফিটনেস সমস্যা এবং ট্রাফিক আইন না মানার প্রবণতা অনেক বেশি।

এর আগে ২০২৪ সালে ঈদুল ফিতর উপলক্ষ্যে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছিলেন। এছাড়া ২০১৯ সালে সুমাত্রা দ্বীপে একটি বাস খাদে পড়ে প্রাণ হারিয়েছিলেন অন্তত ৩৫ জন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More