ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ২–০ গোলের ব্যবধানে জয় দিয়ে এশিয়া সফর শেষ করল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
সোমবার (১৯ জুন) ইন্দোনেশিয়ার গেলোরা বাং কর্ণ স্টেডিয়ামে মেসিকে ছাড়াই মাঠে নামে আর্জেন্টিনা। র্যাংকিংয়ে ১৪৯ নম্বরে থাকা ইন্দোনেশিয়ার বিপক্ষে একাদশে ছিলেন না ডি মারিয়া, ওটামেন্ডিরাও। তবে যোজন যোজন পিছিয়ে থাকা দলের বিপক্ষে তেমন গোল উৎসব করতে পারেনি স্কালোনির শিষ্যরা।
শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখিয়ে বল দখল থেকে শুরু করে গোলে শট সব কিছুতেই এগিয়ে থেকেও বারবারই ফিনিশিংয়ে ব্যর্থ হয় আকাশী–নীল জার্সিধারীরা। প্রথম গোলের দেখা পেতে আর্জেন্টিনার লেগেছে ৩৮ মিনিট। মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস ডি–বক্সের অনেক বাইরে থেকে লক্ষ্যভেদ করেন।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রেখে ৫৫তম মিনিটে লিড দ্বিগুণ করেন রোমেরো। লো সেলসোর করা কর্নারে বক্সের ভেতর থেকে হেডে গোলটি করেন এই ডিফেন্ডার। এরপর ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ২–০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।
ইমাম/দীপ্ত নিউজ