সচেতনতার অভাবে দেশের বেশির ভাগ ইন্টারনেট ব্যবহারকারীর তথ্য চুরি যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
শনিবার রাজধানীতে সাইবার নিরপত্তা কাউন্সেলিং প্রতিষ্ঠান- সিসনোভার এক কর্মশালায় এ আশঙ্কার কথা উঠে আসে।
একই অবস্থার মধ্যে আছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও। শনিবার এক কর্মশালায় এমনটি জানান বিশেষজ্ঞরা। ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থাও রয়েছে এই ঝুঁকিতে।
সারা বিশ্বে তথ্য আদান-প্রদানে এখন সবচেয়ে বেশি ব্যবহায় হয় ইন্টারনেট। বাংলাদেশে এর ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটির বেশি। তাদের প্রায় সবাই স্মার্ট ফোনের মাধ্যমে বিচরণ করেন সাইবার জগতে। তবে, এই মাধ্যমে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে ঝুঁকিও রয়েছে। ব্যক্তিগত তথ্য নিমেষেই চলে যেতে পারে অপরাধীদের হাতে।
বিশেষজ্ঞরা বলছেন, নিরাপদ ইন্টারনেটে ব্যবহারের অন্যতম উপায় সতর্ক থাকা। ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় আরও কর্মশালা আয়োজন করবে সিসনোভা।