৫ উইকেটে ৮৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। এরপর হামফ্রেসকে তুলে নেন তাইজুল ইসলাম।
ইনিংস ব্যবধানে জয়ের সুবাস নিয়েই সিলেট টেস্টের চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শেষ বিকেলে আয়ারল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়ে বড় জয়ের কাজটা বেশ ভালোভাবেই করে রেখেছিল টাইগাররা। ৮৫ রানের মধ্যে আয়ারল্যান্ড হারিয়ে ফেলেছিল তাদের উপরের ৫ উইকেট।
তবে নবম উইকেতে ৫৪ রানের জুটি গড়ে ফেলেছিলেন জর্ডান নিল ও ব্যারি ম্যাকার্থি। মনে হচ্ছিল তারা আরও লম্বা করবেন জুটি। তবে তা হতে দেননি হাসান মুরাদ। এই স্পিনারের বলে লং অনে সাদমান ইসলামকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি। ৫৩ বলে ৩৬ রান এসেছে তার ব্যাট থেকে।
শেষদিকে তাইজুল ইসলাম ২৫ রান করা ম্যাকার্থিকে ফেরালে আয়ারল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ২৫৪ রানে। এর ফলে ইনিংস ও ৪৬ রানের জয় তুলে নেয় বাংলাদেশ।