ইনস্টাগ্রামে দেখা দিয়েছে নানা ধরনের জটিলতা। বিপুলসংখ্যক ব্যক্তি তাদের ইনস্টাগ্রাম খুলতে পারছেন না বলে জানিয়েছে ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেকটরডটকম। বুধবার (৮ মার্চ) থেকে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এধরণের সমস্যায় পড়েছেন বলে জানা যায়। খবর এনডিটিভি।
ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, অধিকাংশই ইনস্টাগ্রামে লগ ইন করতে পারলেও তারপরে আর কিছু করতে পারছেন না। অনেকে আবার ইনস্টাগ্রাম লগ ইন করতে পারেননি। কোনকিছু পোস্ট করতে গিয়েও সমস্যায় পড়েছেন অনেকে।
তবে এখনো ব্যবহারকারীরা কেন এই সমস্যায় পড়ছেন সেটি নিয়ে মেটা থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
মেটার মালিকানাধীন ইনস্টাগ্রামের মালিক মার্ক জুকারবার্গ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও বার্তা আদান–প্রদানের হোয়াটসঅ্যাপের মালিকও মেটা।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ৪৬ হাজারের বেশি ইনস্টাগ্রাম ব্যবহারকারী ছবি শেয়ার করতে না পারার অভিযোগ করেছেন। এছাড়া যুক্তরাজ্যের প্রায় দুই হাজার, অস্ট্রেলিয়া ও ভারতে এক হাজারের বেশি ব্যবহারকারী ছবি শেয়ার করতে গিয়ে সমস্যায় পড়েছেন।
যূথী/ দীপ্ত সংবাদ