সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
সোমবার, অক্টোবর ১৩, ২০২৫

ইতিহাস গড়ে জিতল পাকিস্তান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার সেঞ্চুরিতে ৩৪৪ রানের শক্ত সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। বিশ্বকাপ ইতিহাসে এত রান তাড়া করে জেতার রেকর্ড ছিল না, তাই লক্ষ্যটা পাকিস্তানের কঠিনই ছিল বটে।

তবে আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরিতে বেশ দারুণ এক জবাব দেয় তারা। একইসঙ্গে বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটাও নিজের করে নিল বাবর আজমের দল।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মঙ্গলবার (১০ অক্টোবর) শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল পাকিস্তান।

যেকোন দলের জন্যই ৩৪৫ রান তাড়া করে জেতা কঠিন। তবুও মেন ইন গ্রিনরা জিতবে সেই সম্ভাবনা যারা দেখেছিল, অষ্টম ওভারেই দুই উইকেট হারানোর পর তারাও বোধহয় পড়েছিলো চরম শঙ্কায়।

বরাবরই বলা হয়, পাকিস্তান ভীষণ আনপ্রেডিক্টেবল দল। তাদের নিয়ে তাই চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়া কঠিন। ১২ রানে ইমামউলহকের পর ব্যক্তিগত ১০ রানে বাবর প্যাভিলিয়নে ফেরায় যারা ভেবে নিয়েছিল হারতে চলেছে পাকিস্তান, তাদের ভাবনাকে পুরোপুরিভাবে মিথ্যে প্রমাণ করেছে আব্দুল্লাহ শফিক আর মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের হয়ে বিশ্বকাপ অভিষেকে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়ে প্যাভিলিয়নে শফিক যখন ফিরছেন, নামের পাশে তখন ১০৩ বলে ১১৩; রিজওয়ান অপরাজিত ৬৮ রানে, পাকিস্তানের প্রয়োজন ১০১ বলে ১৩২!

ম্যাচে তখনও জয়ের আশা ছিল দাসুন শানাকার দলের, কিন্তু রিজওয়ানের শতকে সেই আশায় গুড়েবালি। উইকেটকিপার এই ব্যাটার একপ্রান্ত শুধু আগলেই রাখেননি, দলকে জিতিয়েই ছেড়েছেন মাঠ। ছয় উইকেটের জয় নিশ্চিত করে রিজওয়ান যখন মাঠ ছাড়ছিলেন, ততোক্ষণে নামের সাথে যোগ হয়ে গেছে ১৩১* রান!

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More