বিশ্বকাপ জেতার পর প্রথমবার মাঠে নেমে প্রত্যাশিত জয় পেয়েছে আর্জেন্টিনা এবং নিজের ৮০০তম গোল করেন মেসি। বাংলাদেশ সময় শুক্রবার (২৪ মার্চ) সকালের প্রীতি ম্যাচে পানামাকে ২–০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ানরা।
বুয়েনস আইরেসের এল মনুমেন্টালে, ম্যাচের দ্বিতীয় মিনিটেই সুযোগ পেয়েছিলো তারা। কিন্তু বক্সে বল পেয়ে কাজে লাগাতে পারেননি আলেক্সিস মাক আলিস্তের।
১৫ মিনিটে লিওনেল মেসির ফ্রি কিক পানামার গোলপোস্টে লেগে ফিরে আসে। ৭৩ মিনিটে গোলের খাতা খোলেন আলমাদা।
নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে মাইলফলক ছোঁয়া গোলটি করেন মেসি।
এর আগে তার দুটি ফ্রি কিক ভাগ্যের ফেরে পোস্টে লাগলেও এবার আর ব্যর্থ হননি। তিনি বাঁকানো শটে রক্ষণ দেয়ালের ওপর দিয়ে খুঁজে নেন ঠিকানা। জয়টাও প্রায় নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার। আন্তর্জাতিক ফুটবলে মেসির গোল হলো ৯৯টি।
সবচেয়ে বেশি ৮৩০ গোল করে চূড়ায় আছেন তার দীর্ঘ সময়ের প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদো।
পরের প্রীতি ম্যাচে আগামী ২৮ মার্চ কিরাসাওয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
অনু/দীপ্ত সংবাদ