ইতালির ল্যাম্পাডুসা দ্বীপের কাছে একটি নৌকাডুবে ৪১ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।
নৌকাটির বেঁচে যাওয়া যাত্রীদের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে স্থানীয় ইতালীয় সংবাদমাধ্যম আনসা নিউজ।
প্রতিবেদনে বলা হয়, নৌকাডুবিতে বেঁচে যাওয়া চারজন আইভরি কোস্ট এবং গিনির নাগরিক। তারা বুধবার (৯ আগস্ট) ল্যাম্পাডুসায় পৌঁছান। এই যাত্রীদের মধ্যে ৩ জন পুরুষ এবং একজন নারী।
বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, গত সপ্তাহের বৃহস্পতিবার তিউনিসিয়ার উপকূলীয় শহর স্যাফেক্স থেকে মোট ৪৫ জন অভিবাসনপ্রত্যাশী যাত্রী নিয়ে রওনা হয়েছিল তাদের নৌকাটি। এই দলটিতে ৩ জন শিশুও ছিল।
কিন্তু যাত্রার কয়েক ঘণ্টার মধ্যেই সেটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই সলিল সমাধি ঘটে ৪১ জন যাত্রীর। আর সাগরে ভাসতে থাকা জীবিত চার যাত্রীকে উদ্ধার করে একটি কার্গো জাহাজ। তারপর তাদেরকে ইতালির কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।
সমুদ্র পাড়ি দিয়ে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে চলতি বছর এ পর্যন্ত ১ হাজার ৮শ’র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
তিউনিসিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ল্যাম্পাডুসা থেকে প্রায় ৮০ মাইল (১৩০ কিলোমিটার) দূরে অবস্থিত একটি বন্দর শহর স্ফ্যাক্স। শহরটি ইউরোপে নিরাপত্তা ও উন্নত জীবন খোঁজা অভিবাসীদের জন্য একটি জনপ্রিয় প্রবেশদ্বার।
সাম্প্রতিক মাসগুলোতে ইতালীয় কোস্টগার্ড এবং দাতব্য গোষ্ঠীগুলো ল্যাম্পাডুসায় আগত দুই হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে।
এসএ/দীপ্ত নিউজ