টঙ্গীর ইজতেমা ময়দানে ইবাদতের পাশাপাশি চলছে রান্নাবান্না ও খাবার-দাবারের মহাযজ্ঞ। হাজার হাজার মানুষ খাচ্ছেন একসঙ্গে। নিজেরাই যোগাড় করছেন সবকিছু।
এ যেন বিশাল মেজবানির আয়োজন। জ্বলছে একের পর এক চুলা। বড় বড় হাঁড়িতে চলছে রান্নাবান্ন। বাবুর্চি, সাহায্যকারী, বাজার-সদাই সংগ্রহকারী ও পরিবেশনকারী– সবাই মুসল্লি। ভাগ করে দায়িত্ব পালন করছেন তারা। আর টাকা পয়সার যোগানও দেন নিজেরা। চাল, ডাল ও শুকনো খবার বাড়ি থেকেই নিয়ে আসেন বেশির ভাগ মানুষ। আশপাশের বাজার থেকে কিনতে হয় অন্যান্য পণ্য।
আনন্দের সঙ্গে এখানে খাবার-দাবার সেরে, সবাই ব্যস্ত হয়ে পড়েন ইবাদত বন্দেগিতে। বিশাল এই সমাবেশের সার্বিক দেখভাল করছে গাজীপুর জেলা প্রশাসন।
ইজতেমা ঘিরে এবারও অনেক মৌসুমি ব্যবসায়ী জড়ো হয়েছেন টঙ্গীর তুরাগ তীরে। বেচাবিক্রিও জমজমাট।