২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রতিপক্ষ খুঁজে পেয়েছে ব্রাজিল। গ্রুপপর্বে তারা খেলবে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে। তাই প্রস্তুতিটাও ভালোভাবে নিতে চাই সেলেসাওরা। এই জন্য বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।
মার্চে শুরু হবে নতুন বছরে ফিফার আন্তর্জাতিক উইন্ডো। ওই সময়ে দুই পরাশক্তির বিপক্ষে খেলার পরিকল্পনা করছে ব্রাজিল।
২০২৬ বিশ্বকাপের ড্রয়ের পর তুলনামূলক সহজ প্রতিপক্ষই পেয়েছে সেলেসাওরা। গ্রুপপর্বে তারা খেলবে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে। তার আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলে নিজেদের ঝালিয়ে নিতে চায় ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগোরা। ওয়াশিংটন ডিসিতে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হওয়ার পরই এই দু‘টি ম্যাচের তথ্য এক্সে এক পোস্ট দিয়ে জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।
তবে এই দুই ম্যাচের তারিখ ও ভেন্যু এখনো ঠিক হয়নি। তবে দু‘টি ম্যাচই হতে পারে ২৩ থেকে ৩১ মার্চের মাঝে, যুক্তরাষ্ট্রের বোস্টন ও ফ্লোরিডায়।