পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামের দ্বিতীয় চালান কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সড়ক পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক পার হয়ে পাবনার রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছে ।
শুক্রবার (৬ অক্টোবর) সকাল সাড়ে আটটায় দিকে সিরাজগঞ্জ মহাসড়ক পার হয়। এর আগে, সকাল সাড়ে সাতটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম টোল প্লাজা অতিক্রম করে ইউরেনিয়ামবাহী গাড়ি। এ কারণে মহাসড়কে কিছু কিছু পয়েন্টে যানবাহন চলাচল বন্ধ ছিল। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে জানান, ইউরেনিয়ামের দ্বিতীয় চালান সড়ক পথে নেয়ার কারণে শুক্রবার (৬ অক্টোবর) সকাল থেকেই নিরাপত্তার স্বার্থে হাটিকুমরুল–বনপাড়া মহাসড়ক এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে পরিবহন চলাচল সীমিত করা হয়। সকাল সাড়ে আটটার দিকে ইউরেনিয়ামের দ্বিতীয় চালানের পরিবহন বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর ও হাটিকুমরুল গোলচত্বর অতিক্রম করে। বহরে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর গাড়ি ছিল। তবে ইউরেনিয়াম সিরাজগঞ্জ মহাসড়ক পারি দেয়ার পর যানবাহন চলাচল শুরু হয়।
উল্লেখ্য, এর আগে গতকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরের দিকে রাশিয়া থেকে দ্বিতীয় চালানের ইউরেনিয়াম বিশেষ বিমানে ঢাকায় পৌঁছে। প্রথম চালানের মতোই সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আমদানিকৃত পারমাণবিক জ্বালানি সড়ক পথে রূপপুরে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশে আরও পাঁচটি চালান আসবে।
সিরাজুল ইসলাম/পূর্ণিমা/দীপ্ত নিউজ