এবার ইউটিউবের সিইও হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন। গুগলের পেরেন্ট অর্গানাইজেশন অ্যালফাবেট আইএনসি এ খবর নিশ্চিত করেছে।
কিন্তু কেন আচমকা পদত্যাগ করলেন সুজান ওউজোস্কি?
জানা গেছে, সুজান এবার পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে আগ্রহী। খেয়াল রাখতে চান স্বাস্থ্যের প্রতিও। এছাড়াও তিনি ব্যক্তিগত প্রোজেক্টে নজর দেবেন। আর সেকারণেই বিশ্বের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্মের ইউটিউবের সিইও পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
যদিও সুজান ওউজোস্কি জানিয়েছেন, ইউটিউবে নতুন সিইও আসার আগ পর্যন্ত তিনি তার দায়িত্ব পালন করবেন। এর পাশাপাশি গুগল ও অ্যালফাবেট এই দুই সংস্থায় পরামর্শদাতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি।
গত নয় বছর ধরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রধান হিসেবে কাজ করেছেন তিনি। গুগলের একদম প্রথম দিকের কর্মীদের মধ্যে একজন তিনি। এর আগে গুগলের অ্যাড প্রোডাক্ট বিভাগে সিনিয়র ভাইস প্রেসিডেন্টের পদে দীর্ঘদিন আসীন ছিলেন সুজান ওউজোস্কি। এরপর ২০১৪ সালে ইউটিউবের সিইও পদে যাত্রা শুরু করেন তিনি। এই সংস্থায় সব মিলিয়ে প্রায় ২৫ বছর ধরে কাজ করছেন তিনি।
এফএস/দীপ্ত