শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর ডিজিটাল মার্কেটিং প্রধান তাজমুল হোসেন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মীর তাজমুল হোসেনকে ডিজিটাল মার্কেটিং প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে ইউএসবাংলা এয়ারলাইন্স। এর আগে তিনি শেয়ারট্রিপএর ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি এবং কমিউনিকেশন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ডিজিটাল মার্কেটিং খাতে দীর্ঘ ১২ বছরের অভিজ্ঞতা তাঁকে একজন পূর্ণাঙ্গ মার্কেটিং লিডার হিসেবে গড়ে তুলেছে। প্রোডাক্ট ডেভেলপমেন্ট, কনভারসন রেট অপ্টিমাইজেশন থেকে শুরু করে প্রোডাক্ট মার্কেটিং, অ্যাপ গ্রোথ, ওয়েব ট্র্যাফিক বৃদ্ধি, বাউন্স রেট হ্রাস, এবং এসএসপি ও ডিএসপিতে তাঁর দক্ষতা অনস্বীকার্য। ট্যাব্লুএর মাধ্যমে ডেটা অ্যানালিসিস, ভিজ্যুয়ালাইজেশন এবং কনজিউমার জার্নির উপর ভিত্তি করে প্রোডাক্ট ডেভেলপমেন্টেও তাঁর পারদর্শীতা রয়েছে। তাঁর মতে, “মার্কেটিং হল গণিত।

ইউএসবাংলা এয়ারলাইন্সএ যোগদান সম্পর্কে তাজমুল হোসেন বলেন, “ইউএসবাংলা এয়ারলাইন্সএ যোগদান করা আমার জন্য একটি বিশাল সুযোগ। এই এয়ারলাইন্সের দৃঢ় খ্যাতি এবং শ্রেষ্ঠত্বের প্রতিশ্রুতি আমার পেশাগত নীতির সাথে পুরোপুরি সম্পৃক্ত। আমি ইউএসবাংলার ডিজিটাল মার্কেটিং কার্যক্রম সততা এবং কর্মনিষ্ঠার সাথে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।”

সম্প্রতি ইউএসবাংলা এয়ারলাইন্স মুসলিম উম্মাহর পবিত্র শহর সৌদি আরবের জেদ্দায় সরাসরি ফ্লাইট চালু করেছে। বর্তমানে ইউএসবাংলা এয়ারলাইন্সএর বহরে দুটি এয়ারবাস 330-300 এবং নয়টি বোয়িং 737-800 সহ মোট ২৪টি বিমান রয়েছে। ইউএসবাংলা এয়ারলাইন্স সমস্ত অভ্যন্তরীণ রুটের পাশাপাশি দুবাই, শারজাহ, আবুধাবি, মাস্কাট, দোহা, মালে, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, চেন্নাই এবং কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করে।

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More