সিরিজের দ্বিতীয় টেস্ট কাল বার্মিংহামে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়। এ ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে থাকবেন শরফুদ্দৌলা সৈকত।
দীর্ঘ ৫২ মাস পর ইংল্যান্ড টেস্ট দলে ফিরেছিলেন পেসার জোফরা আর্চার। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ হয়নি তার। সিরিজের প্রথম টেস্টের একাদশ নিয়েই দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ইংলিশরা। ২০২১ সালের ফেব্রুয়ারিতে আহমেদাবাদে ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট ক্রিকেট খেলেছেন আর্চার। গত সপ্তাহে কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম শ্রেণির ম্যাচে ডারহামের বিপক্ষে সাসেক্সের হয়ে খেলতে নামেন তিনি। লিডস টেস্টর একাদশটি খেলবে দ্বিতীয় ম্যাচে।
প্রথম ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন শরফুদ্দৌলা। বুধবার শুরু হতে যাওয়া দ্বিতীয় এবং ১০ জুলাই থেকে শুরু হতে যাওয়া লর্ডস টেস্টেও মাঠে আম্পায়ার হিসেবে দেখা যাবে ৪৮ বছর বয়সী এই বাংলাদেশিকে।