আসন্ন ভারত বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারায় বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস, তানজিদ তামিমের সঙ্গে দুর্দান্ত ফিফটি করেন অধিনায়ক মেহেদি মিরাজ। নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে দুপুরে মাঠে নামছে টাইগাররা।
সোমবার (২ অক্টোবর) ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
যদিও প্রথম প্রস্তুতি ম্যাচের আগে শঙ্কা হিসেবে দেখা দিয়েছিলো, সাকিবের ইনজুরি। তবে পরে জানা গেলো, এই ইনজুরি খুব বড় নয়। তার প্রথম ম্যাচ খেলতে না পারার যে গুঞ্জন, সেটাও সঠিক নয়। সাকিব খেলতে পারবেন।
প্রশ্ন হলো, আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন তো সাকিব? ইংলিশ অধিনায়ক জস বাটলারের সঙ্গে কে টস করতে নামেন, সেটা দেখার পরই বোঝা যাবে। আবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের আগে হালকা চোটে পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। যদিও তা খুব গুরুত্বপূর্ণ বলা হচ্ছে না। তবুও সব মিলিয়ে দলের মধ্যে হালকা ইনজুরির আভাস রয়েছে।
আবার আজ বৃষ্টির শঙ্কাও রয়েছে গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। এরই মধ্যে এই মাঠে ভেস্তে গেছে ইংল্যান্ড ও ভারতের প্রস্তুতি ম্যাচ। আজও কী তেমনটা হবে? বৃষ্টির পূর্বাভাস থাকায় সে শঙ্কাও তৈরি হয়েছে।
এর আগে গত শনিবার এই ভেন্যুতে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল বৃষ্টির কারণে।
ম্যাচটি ভেস্তে গেলে বাংলাদেশের চেয়ে ক্ষতিটা বেশি হবে ইংল্যান্ডেরই। কেননা উপমহাদেশের কন্ডিশনে কোনো প্রকার প্রস্তুতি ম্যাচ ছাড়াই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নামতে হবে বিশ্বকাপের মূল লড়াইয়ে। নিশ্চিতভাবেই এটি বিশ্বকাপজয়ীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ সেটি বলার অপেক্ষা রাখে না।
আগামী ৫ অক্টোবর উদ্বোধনী দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করবে ইংল্যান্ড। ৭ অক্টোবর শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ