বিশ্বের অন্যতম সেরা লিগ বলতে ইপিএল। আয়, সম্প্রচার ও দর্শকসংখ্যা, সবদিক থেকেই এগিয়ে এটি। ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৪–২৫ মৌসুমে শুরু হচ্ছে আজ। বিশ্বের অন্যতম সেরা এই লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে।
প্রথম ম্যাচে আজ ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে ফুলহামের বিপক্ষে। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ১টায়।
নতুন প্রযুক্তিতে, অফসাইডের সিদ্ধান্ত দ্রুত নিতে এবারই প্রথম দেখা যাবে সেমি–অটোমেটেড প্রযুক্তি। একাধিক ক্যামেরা খেলোয়াড়দের অনুসরণ করবে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ত্রিমাত্রিক অফসাইড লাইন আঁকা হবে এবং ভিএআর অফিশিয়ালদের জানিয়ে দেয়া হবে।
প্রিমিয়ার লিগে পাঁচজন করে বদলির নিয়ম আছে। তবে খেলা চলাকালে মাঠের পার্শ্বরেখার বাইরে এতদিন অনুশীলন করতে পারতেন একসঙ্গে তিনজন। এখন পারবেন পাঁচজন করে।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নতুন একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে প্রিমিয়ার লিগ নামে। যেখানে রেফারিং ও ভিএআরের বিভিন্ন সিদ্ধান্তের তাৎক্ষণিক ব্যাখ্যা দেওয়া হবে।
এছাড়া, গোল করার পর খেলোয়াড়দের উদযাপনের জন্য ৩০ সেকেন্ড সময় দেওয়া হবে। যা পরবর্তিতে ইনজুরি সময়ে যোগ করা হবে না। পাশাপাশি, বল মাঠের বাইরে গেলে দ্রুত যেন আবার খেলা শুরু করা যায় তাই প্রতি ম্যাচে থাকবে ১৫টি করে বল। এতে বল বয়ের সংখ্যাও আগের চেয়ে বাড়ানো হচ্ছে।
নতুন মৌসুমে খরচ নীতিটা বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। ক্লাবগুলো খেলোয়াড়দের পেছনে মোট আয়ের সর্বোচ্চ ৮৫ শতাংশ খরচ করতে পারবেন।
উল্লেখ্য, লিগে এবার মোট পাঁচটি ক্লাব নিয়োগ দিয়েছে নতুন কোচ। ইয়ুর্গেন ক্লপের পরিবর্তে লিভারপুলে এসেছেন আর্নে স্লট। নতুন কোচ হিসেবে চেলসি নিয়োগ দিয়েছে এনজো মারেসকাকে।
মোহাম্মদ হাসিব/এসএ/দীপ্ত সংবাদ