বিজ্ঞাপন
শুক্রবার, মে ৯, ২০২৫
শুক্রবার, মে ৯, ২০২৫

ই-ক্যাব নির্বাচনে প্যানেল ঘোষণা করল ‘টিম ইউনাইটেড’

কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ২০২৫২০২৭ মেয়াদের নির্বাচনকে সামনে রেখে ১১ সদস্যের শক্তিশালী প্যানেল ঘোষণা করেছে ‘টিম ইউনাইটেড’। শুক্রবার (৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়।

টিম ইউনাইটেড’ প্যানেলের সদস্যরা হচ্ছেন এজিউর কুইজিনের মোছা. জান্নাতুল হক শাপলা, ডায়াবেটিস স্টোর লিমিটেডের মোহাম্মদ সাহাব উদ্দিন, পার্পেল আইটি লিমিটেডের ছালেহ আহমদ, নিজল ক্রিয়েটিভের আবু সুফিয়ান নিলাভ ভূইয়া, বিক্রয় বাজার ডটকমের এস এম নুরুন নবী, ক্লিন ফোর্স লিমিটেডের মো. তাসদীখ হাবীব, ক্ষেত খামারের মো. নুর ইসলাম বাবু, নওরিনস মিররের হোসনেআরা নূরী, ওয়ান মল লিমিটেডের সাইফুর রহমান, এক্সপ্রেস ইন টাউন লিমিটেডের সৈয়দ উছ‌ওয়াত ইমাম এবং ইনছেপশণ টেকনোলজিস লিমিটেডের মোহাম্মদ এমরান।

প্যানেল প্রসঙ্গে মোছা. জান্নাতুল হক শাপলা বলেন, বাংলাদেশের স্টার্টআপ ও উদ্যোক্তা পরিবেশে ইতিবাচক পরিবর্তনের ঢেউ উঠেছে। এই পরিবর্তনকে সুশৃঙ্খল করতে এবং আরও কার্যকরভাবে এগিয়ে নিতে টিম ইউনাইটেড একটি বাস্তবভিত্তিক, প্রযুক্তিসম্পন্ন ও টেকসই পরিকল্পনা নিয়ে নির্বাচন করছে। এই প্যানেল উদ্যোক্তাদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে একটি সম্মিলিত কণ্ঠস্বর গঠনে বিশ্বাসী। আমরা একটি শক্তিশালী, দায়িত্বশীল ও প্রগতিশীল টিম হিসেবে ইক্যাবকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, টিম ইউনাইটেডের মূল লক্ষ্য হলো—উদ্যোক্তাপরিবেশ সহজ ও সহানুভূতিশীল করা, প্রযুক্তি ও নীতিগত উদ্যোগ গ্রহণ, উদ্যোক্তাদের অধিকার রক্ষা এবং নারী ও তরুণ উদ্যোক্তাদের অগ্রাধিকার দেয়া।

উল্লেখ্য, আগামী ৩১ মে অনুষ্ঠিত হবে ইকমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ২০২৫২০২৭ মেয়াদের নির্বাচন। এবারের নির্বাচনে ৫০২ জন ভোটার ১১টি পরিচালকের পদে ৩৬ জন প্রার্থীর মধ্য থেকে তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More