গণতন্ত্রের আন্দোলন থামবে না, এর স্রোতধারা আরও বেগবান করে মাফিয়া ফ্যাসিষ্টদের পতন ঘটানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১৩ জানুয়ারি) সাড়ে ১১টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী জানান, চলতি সপ্তাহেই রাজপথের নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। মন্ত্রিসভা গঠন করলেও সরকার স্বস্তিতে নেই। গণ–আন্দোলনেই বিদায় নিতে বাধ্য হবে ক্ষমতাসীনরা বলে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রিজভী বলেন, খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও হাজার হাজার নেতাকর্মীরা কারাবন্দী। মির্জা ফখরুলসহ বহু নেতাকর্মী অসুস্থ অবস্থায় চিকিৎসা না পেয়ে অমানবিক জীবনযাপন করছে। কয়েক সপ্তাহে কারাহেফাজতে মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ।
তিনি আরও বলেন, গোটা বাংলাদেশ এখন একজনের হাতে জিম্মি। উত্তর কোরিয়া মডেলের এই নির্বাচনে শেখ হাসিনার নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী ছিলেন। কারা জয়ী হবে সেটিও পূর্বনির্ধারিত ছিল। ২৮ পারসেন্ট থেকে ৪১ পারসেন্ট ভোট কাউন্ট করার ফর্মুলাও তার।
নব নির্বাচিত আওয়ামী লীগ সরকার শপথ গ্রহণ শেষে স্মার্ট যাত্রা ঘোষণা করেছে আর ২৮ অক্টোবর বিএনপির মহাযাত্রা ঘোষণা হয়েছিল। কোন যাত্রা কোন পর্যায়ে রয়েছে— এমন প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, কিসের স্মার্ট যাত্রা। ভোট চুরি আর ডাকাতি ছাড়া কিছু নয়। আওয়ামী লীগ তার মরণযাত্রা শুরু করেছে।
সংবাদ সম্মেলনে এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ গ্রেফতার সব নেতাকর্মীর মুক্তি দাবি করেন তিনি।
এসএ/দীপ্ত নিউজ