আগামী সপ্তাহে ঘোষণা করা হবে, ২০২৩–২৪ অর্থ বছরের শেষ ৬ মাসের মুদ্রানীতি।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে, সংকোচনমূলক মুদ্রানীতির ঘোষণা আসা উচিত বলে মনে করেন বিশ্লেষকেরা।
গত দেড় বছরের বেশি সময় ধরে বাড়তে থাকা মূল্যস্ফীতি, তারল্য সংকট এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হারে লাগাম টানা, বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সংকটে মোড়া এই পরিস্থিতির মধ্যেই, ২০২৩–২৪ অর্থ বছরের বাকি ৬ মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
অর্থ বছরের শুরুতে দেয়া মুদ্রানীতি, ঋণ নিরুৎসাহিত করতে খুব একটা কাজে আসেনি। আংশিকভাবে সুদের হার বাড়ানো হলেও, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকরি ভূমিকা রাখতে পারেনি। অন্যদিকে বাজেট ঘাটতি পূরণে, টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে টাকার মানও ধরে রাখা যায়নি।
অর্থ বছরের বাকি ৬ মাসের জন্য, সামগ্রিক অর্থনীতির গতি–প্রকৃতি ঠিক রাখতে, সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদেরা।
অর্থনীতিবিদদের মত, মুদ্রানীতিতে সুদহার ওঠানামা না করলে, ঋণ নিরুৎসাহিত করা সম্ভব হবে না। আর নতুন মুদ্রানীতি অর্থপ্রবাহ কমাতে না পারলে, সহসা মূল্যস্ফীতি রোধ করাও অসম্ভব।
১৫ জুন ঘোষণা করা হতে পারে, চলতি অর্থ বছরের অবশিষ্ট ৬ মাসের মুদ্রানীতি।
এসএ/দীপ্ত নিউজ