আগামী ১৭ ডিসেম্বর চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৪’। দীপ্ত টেলিভিশনে প্রচারিত আলোচিত একক নাটক, ধারাবাহিক নাটক, ডাবড সিরিজ এবং ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে প্রদর্শিত ওয়েব ফিল্মের ওপর ভিত্তি করে ১১টি ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হবে।
দর্শকের ভোট এবং জুরিবোর্ডের মূল্যায়নের মাধ্যমে নির্ধারণ করা হবে চূড়ান্ত বিজয়ী। দীপ্ত টিভির নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ১২ ডিসেম্বর পর্যন্ত ভোট দেয়ার সুযোগ থাকছে।
পুরস্কারের ক্যাটাগরি:
একক নাটক: আলোচিত একক নাটক, আলোচিত অভিনয়শিল্পী (পুরুষ), আলোচিত অভিনয়শিল্পী (নারী)।
ধারাবাহিক নাটক: আলোচিত ধারাবাহিক নাটক, আলোচিত অভিনয়শিল্পী (পুরুষ), আলোচিত অভিনয়শিল্পী (নারী), আলোচিত পার্শ্ব অভিনয়শিল্পী।
ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে: আলোচিত ওয়েব ফিল্ম, আলোচিত অভিনয়শিল্পী (পুরুষ), আলোচিত অভিনয়শিল্পী (নারী)।
ডাবড সিরিজ: আলোচিত ডাবড সিরিজ।
দর্শকদের জন্য বিশেষ সুযোগ:
ভোট দিয়ে আপনার প্রিয় তারকাকে বিজয়ী করার পাশাপাশি আপনিও জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। ভাগ্যবান ১০ জন ভোটদাতা দীপ্ত প্লের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার পাবেন।
ভোট দিতে ভিজিট করুন: award.deeptoplay.com
ভোট দেয়ার শেষ সময়: ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার।