ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রপ্তার করেছে র্যাব–৪।
বৃহস্পতিবার (১৮ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব–৪ এর কোম্পানি কমান্ডার লে: কমান্ডার রাকিব মাহমুদ খান৷
এরআগে আশুলিয়ার বাইপাইল ও পল্লীবিদ্যুৎ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রপ্তার করা হয়।
গ্রপ্তারকৃতরা হলেন– ফরিদপুর জেলার মো: তৌহিদুল ইসলাম, কুমিল্লা জেলার মো: ফজলুল হক ফয়েজ, রাজশাহী জেলার মো: হৃদয় আলী ও সঞ্জু বিশ্বাস।
র্যাব–৪ জানায়, গত ১৬ ও ১৭ মে র্যাব–৪ এর একটি আভিযানিক দল আশুলিয়ার বাইপাইল ও পল্লীবিদ্যুৎ এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবা, ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ ০৪ জন বিক্রেতাকে গ্রপ্তার করে।
র্যাব–৪ এর সিপিসি–২ কোম্পানি কমান্ডার লে: কমান্ডার রাকিব মাহমুদ খান জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রপ্তার আসামীরা দীর্ঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা এবং গাঁজা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
এম এ হালিম/আফ/দীপ্ত সংবাদ