ওয়ানডে ক্রিকেটে ব্যাটিংটা একেবারেই ভালো যাচ্ছে না বাংলাদেশের। সবশেষ কয়েকমাস ধরেই টপ, মিডল কিংবা লোয়ার অর্ডার কোথাও ব্যাটিং ছন্দ নেই জাতীয় দলের ব্যাটারদের। এমন ছন্দহীন ব্যাটিং ভাবাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। এমন অবস্থায় আয়ারল্যান্ড সিরিজের আগেই ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি। এজন্য দেশের ও দেশের বাইরের কয়েকজনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা। জাতীয় দলের কোচ হতে বোর্ড থেকে প্রস্তাব পেয়েছেন মোহাম্মদ আশরাফুল।
গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই।
বাংলাদেশের সাবেক অধিনায়কের কোচ হওয়ার বিষয়টি আপাতত আলোচনার পর্যায়ে। যদি দায়িত্ব নিলেও কোন ভূমিকায় কাজ করবেন সেটা এখনো নিশ্চিত নয়। এ প্রসঙ্গে আশরাফুল বলেন, হ্যাঁ, বোর্ড থেকে অ্যাপ্রোচ করা হয়েছে (কোচ হিসেবে কাজ করার জন্য)। তাদের সঙ্গে আলোচনা হচ্ছে।
তিনি আরও বলেন, সব কিছুই আসলে আলোচনার পর্যায়ে রয়েছে। আমি বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে কাজ করার জন্য ইতিবাচক মাইন্ডসেটে আছি। যদি দায়িত্ব পাই তাহলে তো আলহামদুলিল্লাহ। ব্যাটিং কোচ নাকি অন্য কোনো ভূমিকায় সেটা এখনো নিশ্চিত না।
দেশের বাইরের কয়েকজনের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি। যদিও অস্ট্রেলিয়ান একজনের সঙ্গে আলোচনা এগিয়েছে অনেকখানি। অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে লম্বা খেলা সাবেক ওই ক্রিকেটারকে ব্যাটিং কোচ হিসেবে পেতে বিসিবিও ইতিবাচক। যদিও এখনো পুরোপুরি নিশ্চিত নয়। তবে আমিনুল ইসলাম বুলবুল দেশে ফেরার পর বোর্ড সভায় আলোচনা করে ব্যাটিং কোচ চূড়ান্ত করা হবে।