পিরোজপুর কাঁচাবাজার আলু শূন্য হয়ে পড়েছে। কোন দোকানেই আলু মিলছে না। ক্রেতা বাজারে আলু কিনতে এসে ফিরে যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় এ সবজিটি না পেয়ে বিপাকে পড়েছেন অনেকেই।
মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) বিকেল থেকেই আলু মিলছে না।
বাজার আলু শূন্য হওয়ার ব্যাপারে কাঁচাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক তৌহিদ শেখ বলেন, জেলা প্রশাসনের বেঁধে দেয়া ৩৬ টাকা দামে আলু বিক্রি করতে বলায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
বিক্রেতারা জানান, পাইকারি বাজারে ৪২ টাকা দরে আলু কিনে ৩৬ টাকা দরে বিক্রি করা সম্ভব না। এতে ব্যবসায়ীরা মোকাম থেকে আলু আনা বন্ধ করে দিয়েছে। তাই বাজার আলু শূন্য ।
এদিকে জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব জানিয়েছেন, ব্যবসায়ীদের কাছে যে পরিমাণ আলু ছিল তা প্রশাসনের নির্ধারিত দামে বিক্রি শেষ। সরকার নির্ধারিত দামে আলু বিক্রি করতে গেলে ব্যবসায়ীদের লোকসান হচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের সাথে কথা হয়েছে। প্রশাসন জানিয়েছে মুন্সিগঞ্জ থেকে আলু এনে বাজার পরিস্থিতি স্বাভাবিক করা হবে। তবে দু’একদিন সময় লাগবে।
কবির হোসাইন/পূর্ণিমা/দীপ্ত নিউজ