টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার ফাইনালে মেসি–ডি মারিয়ারা। এবারের কোপায় শিরোপা জিতলে দ্বিতীয় দল হিসেবে ইতিহাসের টানা তিনটি মেজর শিরোপা জয়ের কৃতিত্ব গড়বে আর্জেন্টাইনরা।
অন্যদিকে কলম্বিয়ার কাছে ফাইনালের লড়াই অতীত গৌরব ফেরানোর। সেজন্য ছাড় না দেয়ার হুঁশিয়া রদ্রিগেজরা।
আগামী সোমবার (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনাল মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি।
২০০১ সালে সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে উঠেছিল কলম্বিয়া। সেবার উরুগুয়েকে হারিয়ে শিরোপাও জিতেছিল দলটি। ২৩ বছর পর আবারও সেই মঞ্চে কলম্বিয়ানরা।
২০২২ সালের পর আন্তর্জাতিক ফুটবলে কোনো ম্যাচ হারেনি কলম্বিয়া। এরপর টানা ২৮ ম্যাচে অপরাজিত আছে দলটি। চলমান কোপা আমেরিকায়ও কোনো ম্যাচ হারেনি কলম্বিয়া। সবচেয়ে বড় কথা, ফর্মে রয়েছেন দলটির বড় তারকা হামেস রদ্রিগেজ। দলীয় পারফরম্যান্সেও বেশ নির্ভার দলটি।
অন্যদিকে ফাইনাল দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন দলের তারকা ফুটবলার ডি মারিয়া। শোনা যাচ্ছে; মেসিও ক্যারিয়ারের ইতি টানতে পারেন। সেজন্য দুই মহাতারকার জন্য হলেও ম্যাচটি জয় চায় আর্জেন্টাইনরা।
ফাইনাল ম্যাচটি বাংলাদেশে বসে দেখা যাবে স্পোর্টস ভিত্তিক বেসরকারি টিভি চ্যানেল টি–স্পোর্টসে। এ ছাড়া অনলাইনে টি–স্পোর্টস অ্যাপেও দেখা যাবে খেলা। পাশাপাশি সনি ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লাইভ অ্যাপে খেলা উপভোগ করা যাবে।