হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে পঞ্চম দফায় ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এদের মধ্যে ১৫ জন নারী ও ১৫টি শিশু।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল–আনসারিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে স্থানীয় সময় মঙ্গলবার (২৮ নভেম্বর) হামাস গাজা থেকে আরও ১২ বন্দিকে মুক্তি দিয়েছে। সদ্য এই মুক্তিপ্রাপ্তদের ১০ জন ইসরায়েলি এবং দুজন থাইল্যান্ডের নাগরিক।
নতুন যুদ্ধবিরতির প্রথমদিন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলেছে হামাস। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, গাজা উপত্যকায় দুটি আলাদা স্থানে তাদের সেনাদের কাছাকাছি জায়গায় তিনটি বিস্ফোরণ ঘটানো হয়েছে।
এদিকে, গাজা উপত্যকার ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা যদি সংস্কার করা না হয়, তাহলে বোমার আঘাতের তুলনায়, রোগের কারণে বেশি ফিলিস্তিনির প্রাণহানি ঘটতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও।
গত শুক্রবার থেকে শুরু হওয়া এ যুদ্ধবিরতিতে পঞ্চম দফায় মোট ৮১ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে ১৮০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইলি কারাগার কর্তৃপক্ষ।
গত ২৪ নভেম্বর থেকে ইসরাইল ও হামাসের মধ্যে চারদিনের একটি যুদ্ধবিরতি শুরু হয়। পরে সেটি আরও দুদিন বাড়ানো হয়।
এসএ/দীপ্ত নিউজ