১০
গত মাসেই ৪৪ বছর পূর্ণ করে ৪৫–এ পা দিয়েছেন ভারত দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার চেয়ে এক বছরের ছোট ব্রেন্ডন ম্যাককালাম এখন ইংল্যান্ডের কোচ। অথচ ধোনি এখনো খেলেই যাচ্ছেন।
প্রতিবার আইপিএলেই জল্পনা চলে, এটাই হয়ত ‘ক্যাপ্টেন কুল‘ খ্যাত এই সাবেক অধিনায়কের শেষ মৌসুম। কিন্তু পরের মৌসুমেই ফের দেখা যায় তাকে।
৪৪ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার জানিয়েছেন, আরো পাঁচ বছর নিয়মিত থাকবেন ক্রিকেটের ২২ গজে। আইপিএলের গেলো আসরে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ১৩ ইনিংসে করেন ১৯৬ রান। স্ট্রাইকরেট ছিলো ১৩৫ দশমিক ১৭।