ফরিদপুরে গাছের ডালে নয় বরং আমের বোঁটার মুখ থেকেই বের হয়েছে অসংখ্য আমের মুকুল। সেই মুকুলেই তৈরি হয়েছে আমের গুটি।
এমনই অবাক করা দৃশ্য দেখা যাচ্ছে ফরিদপুরের ধলার মোড়ের কাছে একটি আম বাগানে। খবরটি পেয়ে অনেকেই আমের বাগানটি দেখতে ছুটে আসছেন।
চার বছর আগে স্থানীয় যুবক দুলাল হোসেন রুবেল তার খামার বাড়িতে শখের বসে গড়ে তুলেন ফলজ বাগান। এবার তার বাগানে প্রচুর আম ধরেছে। তবে সব আমের ভিড়ে সবাইকে অবাক করে দিয়েছে আমেরিকান রেড পালমার জাতের একটি আম গাছ।
এই গাছের একটি আম বড় হওয়ার পরে সেই আমের বোটার মুখ থেকে নতুন করে বের হয়েছে মুকুল।
আমবাগানের মালিক দুলাল হোসেন রুবেল বলেন, আমের বোঁটার মুখে আবার নতুন করে মুকুল আসতে দেখে ভীষণ অবাক হয়েছি। আল্লাহ চাইলে সবই পারেন; এটি তাই প্রমাণ। আমার কাছে আল্লাহর একটি নিদর্শন মনে হয়েছে।
জহুরুল আলম শোভন নামে স্থানীয় এক যুবক বলেন, আমের উপরে মুকুল ধরার খবর জেনে দেখতে এসেছি। এখন মনে হচ্ছে, একটি বিস্ময়কর ঘটনার সাক্ষী হয়ে রইলাম।
এ ব্যাপারে সরকারি রাজেন্দ্র কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের অধ্যাপক দেব নারায়ণ রায় বলেন, উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় এমব্রায়োজেনোসিস যাকে বাংলায় বলা হয় বহুভ্রুনিতা। একটি ভ্রূণজনিত প্রক্রিয়া যার মাধ্যমে ভ্রূণের গঠন ও বিকাশ হয়। অনেক সময় অতিরিক্ত ফলনের জন্য অতিরিক্ত মাত্রায় হরমোন প্রয়োগ করা হলে এমনটি ঘটে থাকে।
সুপ্তি/ দীপ্ত সংবাদ