বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটের আগেই বড় চমক দেখাল সিলেট টাইটান্স। একসঙ্গে চার দেশের চার তারকা বিদেশি ক্রিকেটারকে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে দলে ভিড়িয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজিটি।
তারা হলেন ইংল্যান্ডের মঈন আলী, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই এবং পাকিস্তানের মোহাম্মদ আমির।
অতীতে সিলেটের ব্যানারে একাধিক ফ্র্যাঞ্চাইজি অংশ নিলেও কেউই পেশাদারিত্ব ধরে রাখতে পারেনি। সর্বশেষ সিলেট স্ট্রাইকার্স আশার আলো দেখালেও শেষ দিকে পথ হারায়।
এবার নতুনভাবে মাঠে নামছে ‘ক্রিকেট উইথ সামি’ ফ্র্যাঞ্চাইজি, যাদের দলের নাম রাখা হয়েছে সিলেট টাইটান্স।
দেশি কোনো ক্রিকেটারকে এখনো দলে না নিলেও সিলেট টাইটান্স শুরুতেই হেভিওয়েট বিদেশি ক্রিকেটারদের যুক্ত করে আলোচনা তৈরি করেছে। শুধু তাই নয়, কোচিং প্যানেলেও থাকছে দুই দেশি তারকা।
দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন বিপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক ইমরুল কায়েস, আর পেস বোলিং কোচ হিসেবে থাকছেন জাতীয় দলের সাবেক পেসার সৈয়দ রাসেল।