বাংলা গানের অন্যতম জনপ্রিয় সুরস্রষ্টা ও গীতিকার প্রতুল মুখোপাধ্যায় আর নেই। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। খবর কলকাতার গণমাধ্যম ‘এই সময়’–এর।
পরিবার সূত্রে জানা গেছে, অন্ত্রের অস্ত্রোপচারের পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে মাল্টি–অর্গান ফেইলিওরের পরে কার্ডিয়াক অ্যারেস্টে প্রয়াত হন এই প্রথিতযশা শিল্পী।
১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। দেশভাগের সময় সপরিবার ভারতে পাড়ি জমান তিনি। ছোটবেলা থেকেই নিজের লেখা গানে সুর দিতেন। প্রতুল মুখোপাধ্যায়ের সৃষ্টিগুলো বাংলা গানের জগতে এক নতুন মাত্রা এনে দেয়। তার লেখা ও সুর করা ‘আমি বাংলায় গান গাই’ শুধু একটি গান নয়, বাঙালির আত্মপরিচয়ের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। এছাড়া তার আরও অনেক গান মানুষের হৃদয়ে গেঁথে রয়েছে।
বাংলার গণসংগীতের এক উজ্জ্বল অধ্যায় রচনা করে গিয়েছেন প্রতুল মুখোপাধ্যায়। তার প্রয়াণে সংগীত জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রয়াত শিল্পীর মরদেহ তার বাড়িতে নিয়ে যাওয়া হবে, যেখানে শেষ শ্রদ্ধা জানাবেন তার অনুরাগীরা। এরপর রাজ্য সরকারের ব্যবস্থাপনায় তার শেষকৃত্য সম্পন্ন হবে।