শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫
শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫

আমাদের নবজন্ম হলো আজ: প্রধান উপদেষ্টা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আমাদের নবজন্ম হলো আজ। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরঅনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন ।

প্রধান উপদেষ্টা বলেন, ‘জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো। যে তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে, এই পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে, তারাই বাংলাদেশকে গড়বে।’

তিন বলেন, এই ঐকমত্য সুন্দরভাবে পরিচালিত হবে। এই সনদের মাধ্যমে সৃষ্ট নতুন পথরেখা বাংলাদেশকে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।

সরকার প্রধান বলেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে ঐক্যের সুর বাজালাম, সেই সুর নিয়েই নির্বাচনে যাব। যারা স্বাক্ষর করলেন, তারা প্রয়োজনে আবার বসেন। ঠিক করেন কীভাবে নির্বাচন সুন্দর করা যায়। যেনতেন নির্বাচন করে কোনও লাভ নেই।

ঐকমত্য কমিশন অসম্ভবকে সম্ভব করেছেউল্লেখ করে ড. ইউনূস বলেন, এই সনদের মধ্য দিয়ে আমরা বর্বরতা থেকে সভ্যতায় এলাম। আমরা এক বর্বর জগতে ছিলাম। যেখানে কোনও আইনকানুন ছিল না। এখন আমরা সভ্যতায় এলাম। এমন সভ্যতা গড়ে তুলবো যে মানুষ ঈর্ষার চোখে দেখবে।

এর আগে অনুষ্ঠানে বক্তব্য দেন ঐকমত্য কমিশন সহসভাপতি আলী রীয়াজ।

তিনি বলেন, ‘আমাদের অনেক স্রোত, কিন্তু মোহনা একটি। সেটি হলো গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা। সেই স্বপ্ন, প্রত্যাশার স্মারক যতটুকু অর্জিত হয়েছেজুলাই জাতীয় সনদ সেটির প্রথম পদক্ষেপ।’

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More