শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ। এ ব্যানারে পথে নামলেন দেশের অন্যতম শক্তিশালী অভিনেতা মোশাররফ করিম।
বৃহস্পতিবার (১ আগস্ট) ফার্মগেট এলাকায় বৃষ্টি উপেক্ষা করে সবাই জড়ো হতে থাকেন।
তুমুল বৃষ্টিতে সংসদ ভবনের সামনে যাওয়ার পথে বাধা পাওয়ায় খামারবাড়ি মোড় থেকে বৃষ্টিতে ভিজে উপস্থিত শিল্পীরা ব্যানার হাতে শ্লোগান দিতে দিতে এসে দাঁড়ান ফার্মগেট সেজান পয়েন্টের সামনে। সেখানে দাঁড়িয়ে বৃষ্টি মাথায় নিয়ে রাষ্ট্রের প্রতি দাবি জানালেন– ভয়হীন, ন্যায্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ার, সব হত্যার বিচার করার এবং চলমান হত্যা, সহিংসতা, গণগ্রেপ্তার আর হয়রানি বন্ধের জন্য।
এসময় অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘আমরা রক্তপাত চাই না, আমরা শান্তি চাই। এসবের বাইরে থাকতে চাই।’
আন্দোলনে সম্পৃক্ত হয়ে সরকারবিরোধী হিসেবে চিহ্নিত হওয়ার ভয় রয়েছে কি না জানতে চাইলে মোশাররফ করিম বলেন, ‘আমি সাধারণ মানুষ। আমরা সবাই সাধারণ মানুষ।’
‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’–এর ব্যানারে যুক্ত হওয়া এই সংস্কৃতিকর্মীদের মধ্যে এদিন সরাসরি হাজির ছিলেন, মামুনুর রশিদ মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, আশফাক নিপুণ, নুরুল আলম আতিক, অমিতাভ রেজা, পিপলু আর খান, শিবু কুমার শীল, রেদওয়ান রনি, জাকিয়া বারী মম, সোহেল মণ্ডল, সিয়াম আহমেদসহ অসংখ্য সংস্কৃতিকর্মী।
আল / দীপ্ত সংবাদ