যুক্তরাষ্ট্র থেকে আমদানির চেয়ে বাংলাদেশের রপ্তানি এখন সাড়ে তিনগুণ বেশি। খোদ বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানেই উঠে এসেছে এমন তথ্য।
বিশ্লেষকরা বলছেন, এরফলে দুই দেশের বাণিজ্য ভারসাম্য এখন বাংলাদেশে অনুকূলে রয়েছে।
গত অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে ২৮৩ কোটি ডলারের পণ্য আমদানি করে বাংলাদেশ। যা দেশের মোট আমদানির ৩ দশমিক ৭ শতাংশ।
একই অর্থবছরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয় ৭৪০ কোটি ডলারের পণ্য। এটি দেশের মোট রপ্তানি আয়ের ১৯ দশমিক ২ শতাংশ। এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে।
ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্রে প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক, সুতা, চামড়াজাত পণ্য, কৃষি ও হিমায়িত খাদ্য। বাংলাদেশের আইটি, পাট পণ্য, চামড়াজাত পণ্য ও মৎস্যসহ অপ্রচলিত পণ্য রপ্তানি বাড়াতে তাগিদ তাদের।
বিশ্লেষকরা আরও বলছেন, চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মেলাতে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগাতে যুক্তরাষ্ট্রের আরও সহায়তা প্রয়োজন।
অর্থনীতিবিদদের মতে, দীর্ঘ ৫০ বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। যা বাণিজ্য ক্ষেত্রে ক্রমেই আরও জোরদার হচ্ছে।
এসএ/দীপ্ত নিউজ